প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৫এপ্রিল২০১৯।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের বর্ষবরণ-১৪২৬ অনুষ্ঠান
গতকাল রবিবার বিকেলে লৌহজং উপজেলার কনকসারে অগ্ৰসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং উপজেলা কেন্দ্র সংগঠনের নিজস্ব সাস্কৃতিক কেন্দ্র আয়োজিত বর্ষবরণ-১৪২৬ অনুষ্ঠানের আয়োজন করে।অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কেন্দ্রীয় ভবনের নিচ তলায় আব্দুল জাব্বার খান মুক্ত মঞ্চে নিজস্ব সাস্কৃতিক কেন্দ্রের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, আয়োজনে লোকগান, বাউল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলে।

প্রতিবারের ন্যায় এবারও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান বা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান একটানা সন্ধ্যা পর্যন্ত চলে। অনুষ্ঠানে সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন ফকির, হাসন রাজার গান (লোকগান ও বাউলসংগীত)এবং কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে নতুন বর্ষকে বরণ করে নেন।

অগ্ৰসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং উপজেলা কেন্দ্রের সহ সভাপতি সবজল শিকদার,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাস্কৃতিক কেন্দ্রের পরিচালক বাবু সদানন্দ বিশ্বাসের দিকনির্দেশনায় এই আয়োজন। সভায় বক্তব্য রাখেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।
ধন্যবাদান্তে
(নাছির উদ্দিন আহমেদ)
দপ্তর সম্পাদক (কেন্দ্রীয় পর্ষদ)
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন
(e-mail ID. nasirjewel64@gmail.com)