টঙ্গীবাড়ির নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক খননে এবার আবিষ্কার হয়েছে হাজার বছরের প্রাচীন অষ্টকোনাকৃতির স্তূপ, সীমানাপ্রাচীর, স্তূপ হলঘর বা মণ্ডপ ও স্তূপের ইটের দেয়াল। সদ্য আবিষ্কৃত অষ্টকোনাকৃতি এ স্তূপটি নাটেশ্বর দেউলের পঞ্চম স্তূপ। গতকাল শনিবার নাটেশ্বর দেউলে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নাটেশ্বর দেউলে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন প্রত্ন উৎখননের কাজ শুরু করে ২০১৩ সালে। এর আগে খননের মধ্য দিয়ে অষ্টকোনাকৃতি ৪টি স্তূপ আবিষ্কৃত হয়।