✽✽✽ বত্রিশতম মাসিক সাহিত্যসভা ও বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন ✽✽✽
আন্তরিক শুভেচ্ছা নিবেন। আগামী ১২ এপ্রিল ২০২১, রোজ সোমবার, রাত ৮টা ৩০মিনিটে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের নিয়মিত উদ্যোগ ‘সাহিত্যে পাঠশালার আয়োজনে নিয়মিত “মাসিক সাহিত্যসভা” (বত্রিশতম মাসিক সাহিত্য সভা) অনলাইনে অনুষ্ঠিত হবে গুগল মিটে (Google Meet) (জুমের এর মতই গুগল মিট)
তারিখঃ ১২এপ্রিল ২০২১, রোজঃ সোমবার।
সময়ঃ রাত ৮টা ৩০মিনিট।
অনলাইন মিটিং প্লাটফর্মঃ গুগল মিট
লিঙ্ক : https://meet.google.com/qov-nsmp-grg
সঞ্চালনায়ঃ অধ্যাপক ঝর্না রহমান
সভাপতিত্ব করবেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি ড.নুহ-উল-আলম লেনিন
প্রবন্ধ পাঠ করবেন – শামিমা নাসরিন
স্বরচিত কবিতা পাঠ করবেন-
সংগীত পরিবেশন করবেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিশ ।
আমেরিকা থেকে যুক্ত থাকবেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ সভাপতি লায়লা হাসান, কথা শিল্পী ও বিজ্ঞানী ড.পূরবী বসু, লেখক সাহাব আহমেদ, কানাডা থেকে প্রকৌশলী ও লেখক আবুল হোসেন, ভারত থেকে রুপশ্রী কাহালী, জাপান থেকে জুয়েল আহসান প্রমুখ।
আরও যুক্ত থাকবেন অধ্যাপক ডাঃ রশীদ-ই-মাহবুব,অধ্যাপক ডাঃ আব্দুল মালেক ভুইয়া, অধ্যাপক মোহাম্মদ শাজাহান মিয়া,ড.সুফি মোস্তাফিজুর রহমান,অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হাসান,শেখ আব্দুর রউফ,খান নজরুল ইসলাম হান্নান,নাছির উদ্দীন জুয়েল,আবুল কালাম আজাদ,আরিফ সোহেল,কবীর ভূঁইয়া কেনেডি,আবু হানিফ,মুজিব রহমান,ইসলাম শেখ,শাশ্বত স্বপন,হানিফ ব্যাপারী,ইরফান শেখ সহ আরও অনেকে।
বিক্রমপুর অঞ্চলের আগ্রহী সাহিত্যানুরাগী, কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, গীতিকার, সংস্কৃতিকর্মী এবং লেখকদের জন্য এই জুম সাহিত্য সভা উন্মুক্ত থাকবে।
✔︎Our Facebook Page:
✔︎ Our YouTube Channel: https://youtube.com/channel/UCzCiIDrot2rbwmJuG8Uvi_w
✔︎ Our E-mail: info@agrashar-bikrampur.org, agrasharbikrampurbd@gmail.com
✔︎ Our Website: https://agrashar-bikrampur.org