বিক্রমপুর জাদুঘর পরিদর্শনে এসে এখানে পর্যটন বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার।
শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাসুর গ্রামে গ্রামে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন পরিচালিত বিক্রমপুর জাদুঘর পরিদর্শনে এসে এখানে পর্যটন বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
শনিবার বিকালে ৪টায় তিনি শ্রীনগর উপজেলার প্রথমে রাড়িখালে বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক ভিটায় অবস্থিত বাড়ি এবং কমপ্লেক্স ভবনে অবস্থিত জাদুঘর পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি বালাসুর জমিদার যদুনাথ রায়ের পরিত্যাক্ত বাড়িতে অবস্হিত অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন পরিচালিত ‘বিক্রমপুর জাদুঘর’ প্রাঙ্গণ, অর্থাৎ উন্মুক্ত বিক্রমপুর জাদুঘর, নৌকা জাদুঘর, গেস্ট হাউস ঘুরে দেখেন। এসময় বিভাগীয় কমিশনার শ্রীনগরে এসকল অবস্থানে পর্যটন বিকাশের উপর জোর দেন।
বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, ডিডিএলজি মোহাম্মদ এনামুল আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাস , উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, এবং রাড়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী।