প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
মুন্সীগঞ্জ কেন্দ্রের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্রের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আয়োজন করে।
গত ১৩ ফেব্রুয়ারি,২০১৯ বুধবার সকালে জেলা শিল্পকলার মিলনায়তনের বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড.একেএম নওশাদ আলমকে গুনীজন সম্মাননা দেয়া হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্রের আয়োজনে ১৭১ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

প্রধান আলোচক ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড.নূহ-উল-আলম লেনিন।
মুন্সীগঞ্জ কেন্দ্রর সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা.রশীদ-ই-মাহবুব,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা:হারুন অর-রশিদ,আরোও অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন-অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সভাপতি অধ্যাপক ডা:আব্দুল মালেক,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূইয়া কেনেডি,ফাউন্ডেশনের টঙ্গীবাড়ি কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল পাল,মুন্সিগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের বিভিন্ন কেন্দ্রের অনেক কর্মকর্তারা,দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল সহ স্হানীয় সাংবাদিক,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা,অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট সামছুন নাহার শিল্পী,অভিভাবক, শিক্ষার্থীরা সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।শিল্পকলা একাডেমির মিলনায়তনে যায়গার সংকুলান না হওয়াতে অনেকেই এদিক সেদিক ছিলেন।

অনুষ্ঠানে ১৭১ জন কৃতি শিক্ষার্থীদের মধ্য জেএসসি ও পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার তিনটি ইভেন্টে বিজয়ী ৪২ জনের মাঝে পুরস্কার বিতরণ করে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্র।
ধন্যবাদান্তে
(নাছির উদ্দিন আহমেদ)
দপ্তর সম্পাদক (কেন্দ্রীয় পর্ষদ)
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন
(e-mail ID. nasirjewel64@gmail.com)