
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির সুবাদে আমরা এখন বিশ্বের জ্ঞান ভাণ্ডার এবং তথ্য প্রযুক্তির সড়কের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাই। আমরা যেমন বিশ্বকে জানতে চাই, তেমনি আমাদের প্রিয় বিক্রমপুরের ইতিহাস,ঐতিহ্য,লোকজীবন,শিক্ষা-সংস্কৃতি এবং অগ্রসর বিক্রমপুর আন্দোলনের কর্মকাণ্ড তুলে ধরতে চাই। আমরা আলোর পথযাত্রী। আলোকিত এবং দেশহিতব্রতে উজ্জীবিত মানুষ গড়ে তোলার বহুমুখী কর্মকাণ্ডে আমরা আমাদের ক্ষুদ্রশক্তি নিয়ে অংশগ্রহণ করতে চাই। চলার পথে আমরা বাংলাদেশে এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিক্রমপুরের গর্বিত স্বজনদের পরামর্শ,মতামত ও সহযোগিতা কামনা করছি।
Please visit, Like, Tag, and Share –
facebook.com/AgrasharBikrampurFoundation অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন
https://facebook.com/AgrasharBikrampurMagazine
https://facebook.com/BikrampurMuseum
e-mail: info@agrashar-vikrampur.org
web: www.agrashar-bikrampur.org